ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাহরাইন

বাহরাইনে শ্রমিক লীগের জিদহাফস শাখার কমিটি গঠন

মোসাদ্দেক হোসেন সাইফুল, বাহরাইন করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৬
বাহরাইনে শ্রমিক লীগের জিদহাফস শাখার কমিটি গঠন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মানামা (বাহরাইন): বাহরাইনে শ্রমিক লীগের জিদহাফস আঞ্চলিক শাখার কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অভিষেক উপলক্ষে সম্প্রতি দেশটির রাজধানী মানামার গোফুলে স্থানীয় একটি কনফারেন্স সেন্টারে এক আলোচনা সভার আয়োজন করা হয়।



এতে সভাপতিত্ব করেন সংগঠনটির জিদহাফস  শাখার নবনির্বাচিত সভাপতি জাবেদ হোসেন।

জিদহাফস শাখা  শ্রমিক লীগের  সাধারণ সম্পাদক মির্জা ফারুক আহমেদ ও বাহরাইন শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফজলুল হক তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সমাজের সভাপতি ফজলুর করিম বাবলু।

আর বিশেষ অতিথি ছিলেন বাহরাইন আওয়ামী লীগের সভাপতি জহির উদ্দিন বাবর, শ্রমিক লীগ সভাপতি আইয়ুবুর রহমান আকাশ, বাংলাদেশ সমাজের সাধারণ সম্পাদক ঈমাম হোসেন বাবুল, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সানোয়ার হোসেন কাশেম, যুবলীগের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মজিবুর রহমান মুজিব, বঙ্গবন্ধু পরিষদ সভাপতি মোস্তফা কামাল, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিসবাহ আহমেদ, বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক হাজি আমির হোসেন, শ্রমিক লীগের সিনিয়র সহ সভাপতি আবুল হাসেম জমাদার ও জিদহাফস শাখা শ্রমিক লীগের সহ সভাপতি আমান উল্যাহ।

এ সময় অন্যদের মধ্যে আওয়‍ামী লীগ নেতা রুবেল হোসেন, শুকুর চোকদার, গিয়াস উদ্দীন,চিশতী বিল্লাল হোসেন,রফিক আহম্মেদ মিলন, নুরুল ইসলাম, ইকবাল হোসেন,অলি আহমেদ,জুয়েল,ঈসমাইল,হাবিব,বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।
 
এছাড়া উপস্থিত ছিলেন বাহরাইন আওয়ামী লীগ,বঙ্গবন্ধু পরিষদ,বাংলাদেশ সমাজ ,অনলাইনে আমরা মুজিব সেনা ও শ্রমিক লীগের বিভিন্ন পর্যায়ের  নেতা-কর্মীরা।
 
বাংলাদেশ সময়: ০৩০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বাহরাইন এর সর্বশেষ