ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাহরাইন

বাহরাইন সফরে যাবেন প্রধানমন্ত্রী

মোসাদ্দেক হোসেন সাইফুল, বাহরাইন করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২২ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৫
বাহরাইন সফরে যাবেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বাহরাইন: বাহরাইন সফরে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশটির প্রধানমন্ত্রী শেখ খলিফা বিন সালমান আল খলিফার আমন্ত্রণে আগামী বছর জানুয়ারির শেষ দিকে অথবা ফেব্রুয়ারির প্রথম দিকে সফর করবেন শেখ হাসিনা।

ওই সময় বাহরাইনে একটি বাংলাদেশি পণ্যের একক প্রদর্শনী বা মেলা হওয়ার সম্ভাবনাও রয়েছে।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকাল ১০টায় পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বাহরাইনের রয়্যাল কোর্টে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে তাদের মধ্যে এ বিষয়ে আলোচনা হয়।

এ বিষয়ে বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল কে এম মমিনুর রহমান বাংলানিউজকে জানান, গত ফেব্রুয়ারিতে তিনি বাহরাইনের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাহরাইন সফরের আমন্ত্রণ জানান। তারপর তিনি দেশে গিয়ে প্রধানমন্ত্রীকে এ বিষয়ে অবহিত করেন। প্রধানমন্ত্রী সুবিধাজনক সময়ে বাহরাইন আসার আগ্রহ প্রকাশ করেছেন।

এবার পররাষ্ট্রমন্ত্রীর বাহরাইন সফরের মাধ্যমে এ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হলো।
 
বাংলাদেশ সময়: ১০০৬ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বাহরাইন এর সর্বশেষ