ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাহরাইন

বাহরাইনে সাবেক সচিব আনোয়ারকে বাংলাদেশ সমাজের সংবর্ধনা

মোসাদ্দেক হোসেন সাইফুল, বাহরাইন করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৭ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
বাহরাইনে সাবেক সচিব আনোয়ারকে বাংলাদেশ সমাজের সংবর্ধনা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাহরাইন: সাবেক পররাষ্ট্র সচিব ও বাহরাইনে নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত বীর মুক্তিযোদ্ধা আনোয়ার উল আলম শহীদকে  সংবর্ধনা দিয়েছে বাহরাইন সরকারের নিবন্ধিত সংগঠন ‘বাংলাদেশ সমাজ’।

শুক্রবার (১৩ নভেম্বর) স্থানীয় হুরার আল আনারত ব্যাংকুয়েট হলে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানেই ‘বাংলাদেশ সমাজ’র নবগঠিত কমিটির অভিষেক হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি ফজলুর করিম বাবলু । যৌথভাবে সঞ্চালনা করেন বাংলাদেশ সমাজের সাধারণ সম্পাদক ইমাম হোসেন বাবুল ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম এ হাসেম। সংবর্ধিত অতিথি ছাড়াও অনুষ্ঠানে ‘গেস্ট অব অনার’ ছিলেন বাহরাইনে নিযুক্ত বর্তম‍ান রাষ্ট্রদূত মেজর জেনারেল কে এম মমিনুর রহমান।

এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার মেহেদী হাসান ও কাউন্সিলর (শ্রম) মহিদুল ইসলাম, আহলি ইউনাইটেড ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও বাংলাদেশ স্কুলের সাবেক চেয়ারম্যান সাফকাত আনোয়ার, সমাজসেবক নূর নবী চৌধুরী, বাংলাদেশ সোসাইটির সভাপতি মো. সাঈদ, ইউনিভার্সিটি অব বাহরাইনের ইকোনমিকস অ্যান্ড ফাইন্যান্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ ওমর ফারুক, বাংলাদেশ স্কুলের চেয়ারম্যান প্রকৌশলী গিয়াস উদ্দীন, সাবেক চেয়ারম্যান মো. মোস্তফা, বাহরাইন আওয়ামী লীগের সভাপতি জহির উদ্দিন বাবর, বাংলাদেশ স্কুলের পেট্রোন ও বিএনপির পৃষ্ঠপোষক গোলাম রাব্বানী, বাহরাইন বিএনপির  সভাপতি শেখ মো. আব্দুল হান্নান, আল মালকী ট্রাভেলসের কর্ণধার সাবের হোসেন, লিন্নাস গ্রুপের চেয়ারম্যান মোবারক হোসেন, বাংলাদেশ ক্লাব‘র সাবেক সভাপতি মহি উদ্দীন মহি, জালালাবাদ কমিউনিটি সভাপতি কয়েছ আহমেদ, টাঙ্গাইল অ্যাসোসিয়েশনের (ট্যাব) সভাপতি মামুন, যুবলীগ সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মজিবুর রহমান, শ্রমিকলীগ সভাপতি আইয়ুবুর রহমান আকাশ, বঙ্গবন্ধু পরিষদ সভাপতি মোস্তফা কামাল, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সানোয়ার হোসেন কাশেম, বাংলাদেশ স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য আইনুল হক, এমবি জালাল উদ্দীন, হামেদ কাজী হাসান, ব্রাহ্মণবাড়িয়া তিতাস ইউনিয়ন সভাপতি মো. শাহজালাল, বাংলাদেশ প্রবাসী ফোরাম সভাপতি আনিসুজ্জমান মজুমদার, বরিশাল জনকল্যাণ সমিতি সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক শাহীন শিকদার, আওয়ামী লীগ সহ-সভাপতি মন্জুর আহমেদ মন্জুর, আইয়ুব আলী, সাংগঠনিক সম্পাদক মিসবাহ আহমেদ, বাংলাদেশ সমাজের সাংগঠনিক সম্পাদক কাজী মুসা, বঙ্গবন্ধু পরিষদ আহবায়ক আবদুর শহীদ, যুবলীগ যুগ্ম-সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নাজির আহমেদ, আবদুল্লাহ আল মামুন, অর্থ সম্পাদক লিয়াকত শিকদার, শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফজলুল হক তালুকদার, সিনিয়র সহ-সভাপতি আবুল হাসেম জমাদার প্রমুখ ।
 
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বাংলাদেশ স্কুলের মেধাবী শিক্ষাথীদের ক্রেস্ট দিয়ে পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানে আওয়ামী লীগ, বিএনপি, শ্রমিক লীগ, যুবলীগ, বাংলাদেশ সমাজ, তালিমুল কুরআনসহ দল-মত নির্বিশেষে  বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩০৭ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বাহরাইন এর সর্বশেষ