ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাহরাইন

মানামা থেকে জাকারিয়া মন্ডল

বাংলার শ্রমবাজার দখলে নিচ্ছে শ্রীলঙ্কা-নেপাল!

জাকারিয়া মন্ডল ও মোসাদ্দেক হোসেন সাইফুল | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৩ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৪
বাংলার শ্রমবাজার দখলে নিচ্ছে শ্রীলঙ্কা-নেপাল! ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মানামা থেকে: ভিসা বন্ধ থাকায় বাংলাদেশের শ্রমবাজার দখল করে নিচ্ছে শ্রীলঙ্কা, নেপাল, ভারত। তাই অবিলম্বে বাহরাইনে বাংলাদেশি ভিসা চালুর দাবি জানিয়েছে বাংলাদেশ সমাজ।



বাহরাইন সরকারের নিবন্ধনভুক্ত বিজ্ঞান, সংস্কৃতি ও শিল্প বিষয়ক এ বাংলাদেশি সংগঠনটি সোমবার রাতে রাজধানী মানামার হুদাবিয়ার নিজস্ব কার্যালয়ে বাংলানিউজের মাধ্যমে এ দাবি জানায়।

তাদের অফিসটি বেশ ছিমছাম, পরিপাটি। চার দেওয়ালে সমাজের বিভিন্ন সময়ের তৎপরতার আলোকচিত্র সাঁটা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাহরাইন সফরের আলোকচিত্রও আছে ওইসব ছবির ভেতর। আছে রক্তদান কর্মসূচির মতো সামাজিক সেবা কার্যক্রমের ছবিও।

ওই কার্যালয়ে বসে যেন প্রত্যাশার ঝাঁপি খুলে বসেন বাংলাদেশ সমাজ নেতারা।

সভাপতি ফজলুল করিম বাবলু বলেন, বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যে শ্রমিক নেওয়া বন্ধ। অনেকের হয়তো ভিসা আছে, কিন্তু দেশে যাওয়ার পর তা ক্যানসেল হয়ে যাচ্ছে। ওয়াইফ রেখে দেশে গিযে আটকা পড়ছেন স্বামী।

এ অবস্থা থেকে মুক্তির জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তিনি।

তার আগে বাহরাইন আওয়ামী লীগ সভাপতি জহির উদ্দিন মোহাম্মদ বাবর বাংলাদেশ সমাজের গঠনকালীন প্রেক্ষাপট ও এর কার্যক্রম তুলে ধরেন।

বাংলাদেশ সমাজ নেতারা বলেন, বাংলাদেশে বিদেশ গমনেচ্ছু কর্মজীবীদের মেডিকেল সার্টিফিকেটে দেওয়া তিন মাস সময় যথেষ্ট নয়। ভিসা প্রক্রিয়া করতেই এর চেয়ে বেশি সময় বেরিয়ে যায়।

তাই মেডিকেল সার্টিফিকেটে দেওয়া সময় তিন মাস থেকে বাড়িয়ে ছয় মাস করার দাবি জানান তারা।

তাদের বক্তব্যে আরো উঠে আসে ঢাকা-মানামা সরাসরি এয়ার ফ্লাইট চালুর দাবি।

এ সময় বাহরাইনে বাংলাদেশ কমিউনিটির সব ধরনের সমস্যা ও প্রতিবন্ধকতার স্বরূপ তুলে ধরা ছাড়াও  প্রবাসী জীবনের নিয়মিত খবর প্রকাশের জন্য বাংলানিউজকে ধন্যবাদ জানান তারা।  

এ সময় আরো ছিলেন-বাহরাইন বাংলাদেশ সমাজ সাধারণ সম্পাদক ইমাম হোসেন বাবুল, বাহরাইন আওয়ামী লীগ সহ-সভাপতি শাহজালাল, বাহরাইন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমএ হাশেম, জাতীয় শ্রমিক লীগ সভাপতি তোফাজ্জল হোসেন, জাতীয় শ্রমিক লীগ সিনিয়র সহসভাপতি মানিক হাসান মিলু, বাংলাদেশ সমাজ সাংগঠনিক সম্পাদক কাজী মুসা, বাহরাইন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাজাহান, জাতীয় শ্রমিক লীগ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, বাহরাইন আওয়ামী লীগের প্রচার সম্পাদক আবুল কালাম, জাতীয় শ্রমিক লীগ সহ-সভাপতি সাজাহান, রাসাল্লামান আওয়ামী লীগ সভাপতি আনোয়ারুল হক, আওয়ামী লীগ সদস্য জহির উদ্দিন মিলন, ঈসা টাউন আওয়ামী লীগ সভাপতি মো. রুবেল, রাসাল্লামান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন পাটোয়ারি, জাতীয় শ্রমিক লীগ সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, মহানগর জাতীয় শ্রমিক লীগ সহ-সভাপতি ফারুক হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ০৯২৪ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৪

** বাংলানিউজ, ওয়েলকাম টু বাহরাইন
** হরমুজ প্রণালী হয়ে আরব উপদ্বীপ ঘুরে বাহরাইন
** ‘ডেটলাইন বাহরাইন’, পৌঁছেছেন জাকারিয়া মন্ডল
** ‘ডেটলাইন বাহরাইন’, যাচ্ছেন জাকারিয়া মন্ডল

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বাহরাইন এর সর্বশেষ