ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

বগুড়ায় আওয়ামী লীগের সম্মেলন ৭ ডিসেম্বর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৯ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৯
বগুড়ায় আওয়ামী লীগের সম্মেলন ৭ ডিসেম্বর

বগুড়া: বগুড়ায় আগামী ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। সম্মেলনকে ঘিরে প্রচার-প্রচারণা চালাচ্ছেন নেতা-কর্মীরা। তাদের ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে শহর।

বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) সরেজমিনে দেখা যায়, শহরের সাতমাথা, মাটিডালি বিমান মোড়, বনানীর বিভিন্ন এলাকা ছেয়ে গেছে প্রার্থীদের ব্যানার আর পোস্টারে।

বগুড়ায় পাঁচ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে জেলা আওয়ামী লীগের এ সম্মেলন।

জানা যায়, আওয়ামী লীগের বগুড়া জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদের জন্য ২১ জন মনোনয়নপত্র নিয়েছেন।

সম্মেলনের নির্বাচন কমিশনের সদস্য অ্যাডভোকেট মন্তেজার রহমান মন্টু বাংলানিউজকে জানান, মনোনয়নপত্র উত্তোলনের প্রথম দিন রোববার (০১ ডিসেম্বর) এবং পরদিন সোমবার (০২ ডিসেম্বর) মনোনয়নপত্র উত্তোলনকারীদের মধ্যে একজন ছাড়া সবাই মনোনয়নপত্র জমা দিয়েছেন। যাচাই-বাছাই শেষে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে দু’জনের প্রার্থীতা বাতিল হয়ে গেছে। এখন সভাপতি পদে ৭ জন এবং সাধারণ সম্পাদক ১১ জন প্রার্থী রয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৯
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ