ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

লবণ-পেঁয়াজ নিয়ে নোংরা রাজনীতি করছে বিএনপি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৩ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৯
লবণ-পেঁয়াজ নিয়ে নোংরা রাজনীতি করছে বিএনপি

সিরাজগঞ্জ: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, দ্রব্যমূল্য অস্থিতিশীল করার জন্য বিএনপি-জামায়াত জোট নানা ষড়যন্ত্র করছে। তারা দ্রব্যমূল্য নিয়েও রাজনীতি শুরু করেছে। বিএনপি লবণ নিয়ে চক্রান্ত করেছে, পেঁয়াজ নিয়ে চক্রান্ত করেছে। তারা চিরদিনই চক্রান্তের রাজনীতি করে। কোনদিনই গণতান্ত্রিক পথে ফিরে আসার রাজনীতি করেনি।

রোববার (২৪ নভেম্বর) সন্ধ্যায় সিরাজগঞ্জ সদর উপজেলার বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড়ে মুলিবাড়ী এলাকায় শহীদ এম মনসুর আলীর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।  

নাসিম বলেন, লবণ আর পেঁয়াজ নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে।

কিন্তু কোনো লাভ হয়নি। দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৃঢ় পদক্ষেপ নিয়েছেন। সরকার কাউকে ক্ষুধা নিয়ে রাজনীতি করতে দেবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। দেশ আলোকিত হয়েছে।  

এ সময় স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ