ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

আওয়ামী লীগ

কমলনগরে আ’লীগের কমিটি নিয়ে উত্তেজনা, বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১১ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৯
কমলনগরে আ’লীগের কমিটি নিয়ে উত্তেজনা, বিক্ষোভ

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা আওয়ামী লীগের কমিটি ‘টাকার বিনিময়ে’ দেওয়ার অভিযোগ উঠেছে। তোরাবগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহে আলম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিনের বিরুদ্ধে এ অভিযোগ আনা হয়। তারা তোরাবগঞ্জ ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ‘টাকার বিনিময়ে’ কমিটি দিয়েছে বলে অভিযোগ উঠেছে।

কমিটি গঠনকে কেন্দ্র করে রোববার (৩ নভেম্বর) রাতে তোরাবগঞ্জ বাজারে বিক্ষোভ মিছিল করেছে দলের পদবঞ্চিত নেতাকর্মীরা।  

এসময় তোরাবগঞ্জ ইউনিয়ন পরিষদের ১নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) ও আওয়ামী লীগ নেতা আবদুল মতিন, ৩ নম্বর ওয়ার্ড কমিটির সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম মোল্লা, ২ নম্বর ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন, ৪ নম্বর ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক আবুল বাশার, প্রার্থী নুরুল ইসলাম ও ৭ নম্বর ওয়ার্ডের সভাপতি প্রার্থী গোলাম মাওলাসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রার্থী নুরুল ইসলাম বলেন, কমিটি পাইয়ে দিতে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন আমার কাছে ৫০ হাজার টাকা চেয়েছিল। টাকা না দিতে পারায় তারা আমাকে পদবঞ্চিত করেছে।  

অভিযোগের বিষয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহে আলম বলেন, টাকার বিনিময়ে কমিটি দেওয়ার বিষয়টি সম্পূর্ণ মিথ্যা। পদবঞ্চিত হওয়ায় তারা এসব রটাচ্ছেন।  

এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম নুরুল আমিন বলেন, উপজেলা নির্বাচনে যারা নৌকার প্রার্থীর বিপক্ষে গিয়ে কাজ করেছে। তাদের কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে। পদবঞ্চিত হওয়ায় তারা মিথ্যা অভিযোগ তুলেছেন।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ নুরুল আবছার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সতর্ক রয়েছে।  

শনিবার (২ নভেম্বর) রাতে কমলনগর উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের ৯টি ওয়ার্ডে আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়।

বাংলাদেশ সময়: ১০০০ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৯
এসআর/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ