ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

আওয়ামী লীগ

ঝিনাইদহে ইয়াবাসহ আটক ১ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১২ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৯
ঝিনাইদহে ইয়াবাসহ আটক ১ 

ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জে আড়াই হাজার পিস ইয়াবাসহ আনসার আলী (৫২) নামে এক মাদকবিক্রেতাকে আটক করেছে পুলিশ।

শনিবার (০২ নভেম্বর) বিকেলে উপজেলার বারবাজার ডিগ্রি কলেজের সামনে থেকে তাকে আটক করা হয়। আলীর বাড়ি যশোরের অভয়নগর থানার চাপাতলা এলাকায়।



কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বাংলানিউজকে জানান, গোপন সংবাদ পেয়ে বিকেলে ওই এলাকা থেকে আলীকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে জব্দ করা হয় আড়াই হাজার পিস ইয়াবা। এ ঘটনায় কালীগঞ্জ থানায় তার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ