ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

আওয়ামী লীগ

সাভারে মাদকসহ ছাত্রলীগ নেতা আটক

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৮ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৯
সাভারে মাদকসহ ছাত্রলীগ নেতা আটক

সাভার: সাভারে অভিযান চালিয়ে সাভার বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক প্লাবন খান মজলিশকে (২৩) আটক করেছে র‌্যাব-৪।

বুধবার (৩০ অক্টোবর) রাতে সাভারের দক্ষিণ পাড়া এলাকার খান মজলিশ ভিলায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাভারের ওই বাড়িতে অভিযান চালিয়ে প্লাবন খানকে আটক করা হয়।

এসময় বাড়িটিতে তল্লাশি করে একটি শুটারগান ও ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্লাবন ওই এলাকায় দীর্ঘদিন ধরে মাদক সরবরাহ করতেন বলে জানা গেছে।

র‌্যাব-৪ এর অ্যাডিশনাল ডিআইজি মোজাম্মেল হক বাংলানিউজকে বলেন, তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৯
কেএআর/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ