ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

আওয়ামী লীগ

‘অসুস্থতার কথা বলে জনগণের সহানুভূতি চান খালেদা’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৪ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৯
‘অসুস্থতার কথা বলে জনগণের সহানুভূতি চান খালেদা’

ফেনী: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, অসুস্থতার কথা বলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জনগণের কাছ থেকে সহানুভূতি আদায় করতে চান। কিন্তু তা আদায় করা সম্ভব হবে না। দেশের মানুষ তার এবং তার দল থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন।

শনিবার (২৬ অক্টোবর) ফেনী জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বিএনপির আমলে দেশে অনিয়ম দুর্নীতি হয়েছে।

আর আওয়ামী লীগের আমলে দুর্নীতির বিরুদ্ধে লড়াই হচ্ছে। নিজের দলের দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে প্রধানমন্ত্রী দৃষ্টান্ত স্থাপন করেছেন।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাসির, ফেনী ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী, ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বিকম।

আরও পড়ুন>> বৈরী আবহাওয়া সত্ত্বেও ফেনী আ’লীগের সম্মেলনে জনস্রোত

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৯
এসএইচডি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ