ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

আওয়ামী লীগ

লক্ষ্মীপুরে ছাত্রলীগ নেতাকে পিটিয়ে জখম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৮ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৯
লক্ষ্মীপুরে ছাত্রলীগ নেতাকে পিটিয়ে জখম

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে ওমর ফারুক নামে এক ছাত্রলীগ নেতাকে পিটিয়ে জখম করেছে সন্ত্রাসীরা।

শনিবার (১২ অক্টোবর) দুপুরে সদর উপজেলার পালেরহাট বাজারে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে।

 

ফারুক দত্তপাড়া কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র। তিসি সদর উপজেলা দক্ষিণ হামছাদী ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।  

আহত ওমর ফারুক বাংলানিউজকে বলেন, কলেজে যাওয়ার সময় পালেরহাট বাজারে পৌঁছালে সন্ত্রাসীরা আমাকে তুলে নিয়ে যায়। পরে একটি রড-সিমেন্টের দোকানে ঢুকিয়ে পিচ্ছি নাহিদ, শাকিল, হৃদয় ও শান্তসহ কয়েকজন কিল-ঘুষি ও এলোপাতাড়ি পিটিয়ে জখম করে সেখান থেকে পালিয়ে যায়।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজিজুর রহমান মিয়া বাংলানিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখান থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৯
এসআর/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ