ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

আওয়ামী লীগ

সাভারে ছুরিকাঘাতে যুবলীগের নেতা খুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩১ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৮
সাভারে ছুরিকাঘাতে যুবলীগের নেতা খুন নিহত জাহাঙ্গীররে মরদেহ

সাভার (ঢাকা): পূর্ব শত্রুতার জের ধরে সাভারে বরুলিয়ায় জাহাঙ্গীর নামে ওর্য়াড যুবলীগের এক নেতাকে ছুরিকাঘাত করে হত্যা করছে প্রতিপক্ষ। এ ঘটনায় আহত হয়েছে ফারুক হোসেন নামে আরও একজন।

শুক্রবার (২৬ জানুয়ারি) সকালে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত জাহাঙ্গীর দত্তপাড়া এলাকার সইমুদ্দিন শিকদারের ছেলে।

নিহত ব্যক্তির স্বজনরা জানান, বিরুলিয়া ইউনয়িনরে ৯ নম্বর ওর্য়াড যুবলীগের সাংগঠনকি সম্পাদক জাহাঙ্গীররে সঙ্গে দীর্ঘদিন ধরে একই এলাকার মোশারফ করিম অপুর সঙ্গে বিরোধ চলে আসছিলো। সেই বিরোধের সূত্র ধরেই অপুসহ তার লোকজন বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) রাতে জাহাঙ্গীরকে ছুরিকাঘাত করে।

পরে তাকে গুরুত্বর অবস্থায় উদ্ধার করে সাভার এনাম মেডেকিলে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তিনি মারা যান।

এ বিষয়ে সাভার মডেল থানার উপ-পরিদর্শ (এসআই) ইবনে ফরাদ বাংলানিউজকে বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলজে (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটার সঙ্গে জড়িতদের ব্যাপারে অনুসন্ধান চলেছে।  

এ ঘটনায় সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হচ্ছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩৩১ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৭
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ