ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

আওয়ামী লীগ

দেশের উন্নয়নে শেখ হাসিনার বিকল্প নেই

শেকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৫ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৮
দেশের উন্নয়নে শেখ হাসিনার বিকল্প নেই শীতবস্ত্র বিতরণ করছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

ঢাকা: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে শেখ হাসিনার বিকল্প নেই। তিনি এখন বিশ্বের নন্দিত নেতা। তার নেতৃত্বে আজ নারী ও পুরুষ সমানভাবে কাজ করে যাচ্ছে। 

সোমবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) অডিটরিয়ামে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অসহায় রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতার ক্ষেত্রে একটি উদাহরণ সৃষ্টি করেছেন।

এজন্য বিশ্ব তাকে ‘মাদার অব হিউম্যানিটি’ নামে চেনে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কর্তৃক আয়েজিত অনুষ্ঠানে নগরীর প্রায় দুই হাজার অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া, কেআইবি সভাপতি এএমএম সালেহ, কেআইবি মহাসচিব খাইরুল আলম প্রিন্স প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১১১ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ