ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

রামগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৩ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৭
রামগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌর ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে জেলা ছাত্রলীগ।

বুধবার (১৫ নভেম্বর)  দুপুরে জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল ও সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আগ্রহী পদপ্রত্যাশীদের ২৮ নভেম্বরের মধ্যে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কেএম বাপ্পি কবির, মনোয়ার হোসেন জাবেদ, কামরুল হাসান তুহিন ও সাংগঠনিক সম্পাদক শাহাব উদ্দিন সুজনের কাছে জীবন-বৃত্তান্ত জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

চৌধুরী মাহমুদুন্নবী সোহেল বলেন, সংগঠনকে গতিশীল করতে মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করা হয়েছে। শিগগিরই নতুন কমিটি ঘোষণা করা হবে বলেও জানানো তিনি।

বাংলাদেশ সময়: ১৩৪৪ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৭
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ