ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

নিজামউদ্দিন লাইটের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২০ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৭
নিজামউদ্দিন লাইটের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকা: কুষ্টিয়ার মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা সৈয়দ নিজামউদ্দিন লাইটের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (১৩ নভেম্বর) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক শোক বিবৃতিতে তিনি এ শোক ও দুঃখ প্রকাশ করেন।

শোক বার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করে তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন প্রধানমন্ত্রী।

নিজাম উদ্দিন লাইট রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার (১২ নভেম্বর) রাতে ১২টা ৫০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৮ বছর। তিনি স্ত্রী দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।  

সোমবার (১৩ নভেম্বর) বিকেল ৩টায় মিরপুর ফুটবল মাঠে মরহুমের প্রথম নামাজে জানাজা শেষে তার নিজ গ্রাম উপজেলার বিজনগরে বাদ আছর দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে বিজনগরস্থ পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

নিজামউদ্দিন লাইটের মৃত্যুতে তথ্যমন্ত্রী ও মিরপুর-ভেড়ামারা আসনের সংসদ সদস্য ও হাসানুল হক ইনু গভীর শোক প্রকাশ করেন।  

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৭
এমইউএম/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ