ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

শিলা ইসলামের স্মরণে ময়মনসিংহে আ’লীগের দোয়া

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩২ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৭
শিলা ইসলামের স্মরণে ময়মনসিংহে আ’লীগের দোয়া শিলা ইসলামের স্মরণে ময়মনসিংহে আ’লীগের দোয়া/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের স্ত্রী শিলা ইসলামের স্মরণে ময়মনসিংহে মিলাদ ও দোয়া মাহফিল করেছে জেলা আওয়ামী লীগ।

রোববার (১২ নভেম্বর) বাদ মাগরিব নগরীর টাউন হল শহীদ মিনার এলাকায় এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, ময়মনসিংহ পৌরসভার মেয়র ও মহানগর আওয়ামী লীগের নেতা মো. ইকরামুল হক টিটু, শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সাদেক খান মিল্কী টজু, মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, জেলা আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির হিমেল, এমএম কুদ্দুস, মহানগর যুবলীগের আহ্বায়ক মোহাম্মদ শাহীনুর রহমান প্রমুখ।

গত ২২ অক্টোবর লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সৈয়দ আশরাফুল ইসলামের স্ত্রী শিলা ইসলাম।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৭
এমএএএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ