ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

আওয়ামী লীগ

বগুড়ায় শ্রমিক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৯ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৭
বগুড়ায় শ্রমিক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বগুড়ায় শ্রমিক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন- ছবি: বাংলানিউজ

বগুড়া: বর্ণাঢ্য বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে বগুড়ায় জাতীয় শ্রমিক লীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে শহরের সাতমাথা সংলগ্ন টেম্পল রোডের দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

শহরের সাতমাথা হয়ে শোভাযাত্রাটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

সেখানে জেলা শ্রমিক লীগের সভাপতি অধ্যাপক রফিকুল ইসলামের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত সমাবেশ মিলিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন।

এছাড়া সমাবেশে আরও বক্তব্য রাখন- জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সামছুদ্দিন শেখ হেলাল, শ্রমিক নেতা আশরাফ আলী চিশতি, কামরুল মোর্শেদ আপেল, আব্দুল গফুর প্রামাণিক, তাপস কুমার নিয়োগী, আলতাফ হোসেন, আনোয়ার হোসেন রানা প্রমুখ।

এর আগে সকাল ৭টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলণ করা হয়। সকাল সাড়ে ৭টার দিকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করা হয়।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৭
এমবিএইচ/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ