ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

আওয়ামী লীগ

গৌরীপুরে দুই ইউনিয়নে যুবলীগের কমিটি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৭ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৭
গৌরীপুরে দুই ইউনিয়নে যুবলীগের কমিটি

ময়মনসিংহ: ময়মনসিংহের গৌরীপুর উপজেলা যুবলীগের ১নং মইলাকান্দা ও ৭নং রামগোপালপুর ইউনিয়নের নতুন কমিটি গঠিত হয়েছে। সোমবার (০৯ অক্টোবর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে রোববার (০৮ অক্টোবর) রাতে ৩ মাস মেয়াদে এসব কমিটির অনুমোদন করেন উপজেলা যুবলীগের সভাপতি ও সানাউল হক এবং সাধারণ সম্পাদক ইকবাল হাসান আজাদ লিটন।  

শাহ সৈয়দ আশরাফুল আলমকে আহ্বায়ক করে ৩১ সদস্য বিশিষ্ট ৭নং রামগোপালপুর ইউনিয়ন কমিটি গঠন করা হয়েছে।

এ কমিটির যুগ্ম আহ্বায়করা হলেন- আতিকুর রহমান নয়ন, মো. ছাইদুল ইসলাম, আব্দুল্লাহ ও পারভেজ আলম।  

অপরদিকে, ওয়াজিদুল ইসলাম কামালকে আহ্বায়ক করে ২১ সদস্য বিশিষ্ট ১নং মইলাকান্দা ইউনিয়ন কমিটি গঠিত হয়েছে। কমিটির যুগ্ম আহ্বায়করা হলেন- সোহেল আহম্মেদ, সোহরাব হোসেন ও হুমায়ন কবীর হানিফ।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৭ 
এমএএএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ