ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

আওয়ামী লীগ

সিলেটে কিশোর হত্যা মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৭
সিলেটে কিশোর হত্যা মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার

সিলেট: সিলেটের বিয়ানীবাজারে কিশোর নিজু আহমদ (১৬) হত্যা মামলায় ছাত্রলীগ নেতা কলিম উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। রোববার (২৪ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার লাউতা ইউনিয়নের জলঢুপ এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) জাহিদুল হক বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার কলিম উদ্দিন উপজেলা ছাত্রলীগের জামাল গ্রুপের সেকেন্ড ইন কমান্ড।

চাঞ্চল্যকর এ মামলার প্রধান আসামি উপজেলা ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সাবেক আহ্বায়ক জামাল হোসেন বর্তমানে কারাগারে রয়েছেন।

২০১৫ সালের ২ জানুয়ারি সাড়ে ১০টার দিকে পৌরশহরের দক্ষিণবাজার সিএনজি স্ট্যান্ডের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলা ছাত্রলীগের জামাল হোসেন গ্রুপের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে ঘটনাস্থলে নিহত হন মাংসের দোকানের কর্মচারী পৌরশহরের কসবা সুবেল মিয়ার ছেলে কিশোর নিজু আহমদ। এ ঘটনায় আহত হন আরও ১৫ জন।  

ঘটনার পর সিএনজি অটোরিকশা ও অটোটেম্পু চালক শ্রমিক জোটের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হামিদ জাবিদ বাদী হয়ে উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক জামাল হোসেনকে প্রধান করে আরও ২৫ জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেন।

বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৭
এনইউ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ