ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

আওয়ামী লীগ

খুলনায় ছাত্রলীগের আনন্দ মিছিল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৭
খুলনায় ছাত্রলীগের আনন্দ মিছিল খুলনায় ছাত্রলীগের আনন্দ মিছিল

খুলনা: জাতিসংঘের ৭২তম সাধারণ অধিবেশনে বিশ্বের শান্তি প্রতিষ্ঠায় ‘বি শান্তি মডেল’ ও মিয়ারমারে রোহিঙ্গাদের সমস্যা স্থায়ী সমাধানে প্রস্তাব পেশ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে খুলনায় আনন্দ মিছিল বের করা হয়েছে।

শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরের দিকে মহানগর ছাত্রলীগের উদ্যোগে এ আনন্দ মিছিল বের করা হয়।

খুলনা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেলের সভাপতিত্বে আনন্দ মিছিলে প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য তালুকদার আব্দুল খালেক।

বিশেষ ছিলেন খুলনা-২ আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিজান।

এছাড়াও মিছিলে আরো উপস্থিত ছিলেন- আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট রজব আলী, এমডিএ বাবুল রানা, আবুল কালাম আযাদ কামাল, মুন্সি মাহবুব আলম সোহাগ, মফিদুল ইসলাম টুটুল, ছাত্রলীগ নেতা মুজিবুর রহমান মুজিব, মেহেদী হাসান রাসেল, তাজমুল হক তাজু, আসাদুজ্জামান বাবু, হিরক কুমার গাইন, মাহমুদুজ্জামান শাওন, মারুফুজ্জামান ড্যানি, জব্বার আলী হীরা, সোহান হোসেন শাওন, তরিকুল ইসলাম তুফান, শাহীন আলম, রুমান আহমেদ প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১৩০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৭
এমআরএম/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ