ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

আওয়ামী লীগ

সিলেটে সন্ত্রাসী হামলার শিকার ছাত্রলীগ নেতা তুষার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৪ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৭
সিলেটে সন্ত্রাসী হামলার শিকার ছাত্রলীগ নেতা তুষার

সিলেট: সিলেট মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলিম তুষারের ওপর সন্ত্রাসী হামলার হয়েছে।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) বিকেল ৫টার দিকে নগরীর সুবিদবাজারে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় নগরীর সুবিদবাজার তারাদিন রেস্টুরেন্টের সামনে অবস্থান করছিলেন।

এমন সময় কয়েকজন যুবক তুষারকে ছুরিকাঘাত করে ফেলে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

ছাত্রলীগের কয়েকজন কর্মী দাবি করেন, তুষারের ওপর ছাত্রদল কর্মীরা হামলা চালিয়েছে। তার ঘাড়ে ছুরিকাঘাত করা হয়েছে। মাথায়ও আঘাতপ্রাপ্ত হন তষার।

আহত আব্দুল আলিম তুষার বলেন, হামলাকারী ছাত্রদল কর্মীরা মহানগর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক নাবিল রাজা চৌধুরী গ্রুপের কর্মী-সমর্থক।

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৭
এনইউ/জিপি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ