ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

আওয়ামী লীগ

ভারতকে গ্যাস বিক্রির মুচলেকা দিয়ে বিএনপি ক্ষমতায় এসেছিল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৬ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৭
ভারতকে গ্যাস বিক্রির মুচলেকা দিয়ে বিএনপি ক্ষমতায় এসেছিল অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: পিআইডি

ঢাকা: ২০০১ সালে বিএনপি ভারতের কাছে গ্যাস বিক্রির মুচলেকা দিয়ে ক্ষমতায় এসেছিলো বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তিনি এর প্রত্যক্ষ সাক্ষী বলেও দাবি করেন।

ভারত সফরের ঠিক আগে শেখ হাসিনা আবারও বলেন, গ্যাস বিক্রি করতে রাজি না হওয়ায় ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হয়নি।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলানায়তনে ডিপ্লোমা কৃষিবিদ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করছিলেন প্রধানমন্ত্রী।

 

শেখ হাসিনা বলেন, ‘২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসার পেছনে বেশ ভালো একটা চুক্তি ছিলো। বাংলাদেশের সম্পদ গ্যাস বিক্রি করতে চাইলো আমেরিকা, কিনবে ভারত। আমেরিকান কোম্পানি গ্যাস তুলবে, ভারতের কাছে বিক্রি করবে। ’

২০০১ সালের ২০ মার্চ আমেরিকার প্রথম কোনো প্রেসিডেন্ট হিসেবে বাংলাদেশ সফরে এসেছিলেন বিল ক্লিনটন। ক্লিনটনের কাছ থেকে গ্যাস বিক্রির প্রস্তাব পাওয়ার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি বলেছিলাম, আমাদের দেশে কত গ্যাস আছে, আমরা এখনো জানি না। আমাদের দেশের মাত্র সামান্য কয়েক পার্সেন্ট মানুষ এই গ্যাস সুবিধাটা পাচ্ছে। ’

‘কতটা গ্যাস আছে এটা না জানলে; আমরা কিভাবে আপনাদের ওয়াদা দেবো যে, আমি ক্ষমতায় গেলে গ্যাস বিক্রি করবো। ’

প্রধানমন্ত্রী বলেন, ‘গ্যাস দেশের সম্পদ, জনগণ এর মালিক। আগে জনগণের চাহিদা আমাকে পূরণ করতে হবে। চাহিদা পূরণ করার পর ৫০ বছরের মজুদ রাখবো, ভবিষ্যৎ বংশধরদের জন্য... তার অতিরিক্ত গ্যাস যদি থাকে, তখন আমরা তা বিক্রি করতে পারি। তার আগে, বিক্রি করতে পারি না। ’

অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  ছবি: পিআইডিনিজের এমন অবস্থানের প্রভাব সম্পর্কে শেখ হাসিনা বলেন, ‘অতো বড় একটা দেশের প্রেসিডেন্ট, তাকে আমি এ কথা শোনালে নাখোশ হওয়া স্বাভাবিক। ’

ক্ষমতায় আসতে বিএনপি সেসময় মুচলেকা দিয়েছিলো মন্তব্য করে বঙ্গবন্ধু কন্যা বলেন, ‘এটার আমি প্রত্যক্ষ সাক্ষী। বিএনপি তাদেরকে মুচলেকা দিয়ে দিলো, ক্ষমতায় গেলে গ্যাস তারা বিক্রি করবে। ’
 
২০০১ এর জাতীয় সংসদ নির্বাচনের আগে বাংলাদেশ সফরে আসা সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টারের সৌজন্যে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা লতিফুর রহমানের সরকারি বাসভবন যমুনায় মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

সেই মধ্যাহ্নভোজের স্মৃতিচারণ করে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ সভানেত্রী হিসাবে আমি ও সাধারণ সম্পাদক হিসাবে জিল্লুর রহমান এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও মহাসচিব (আবদুল) মান্নান ভূঁইয়া উপস্থিত ছিলেন। এই চারজন। আমেরিকা থেকে বিশেষ দূত হিসেবে জিমি কার্টার ছিলেন।

ভোজে গ্যাস বিক্রির বিষয়টি আলোচনায় উঠেছিল জানিয়ে তিনি বলেন, ‘ওখানেও এই আলোচনা। আমি বলে দিলাম, আমার যা বলার ছিলো; আমি তা আপনাদের প্রেসিডেন্টকে বলে দিয়েছি। আমার এই নীতির কোনো পরিবর্তন হবে না। ’

আলোচনার এক পর্যায়ে ভোজ থেকে চলে আসার কথা জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘আমরা চলে এলাম। বিএনপির নেতারা ওখানে থেকে গেলেন। তারপর, তাদের মধ্যে গ্যাস বেচার চুক্তি করেই ২০০১ সালে তারা ক্ষমতায় এলো। ’

ষড়যন্ত্রের কারণে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ হেরেছে মন্তব্য করে তিনি বলেন, ‘খেয়াল করে দেখবেন ভোটের দিক থেকে আওয়ামী লীগ কিন্তু বেশি ভোট পেয়েছে. কিন্তু সিট পেলো না। ’

ডিপ্লোমা কৃষিবিদ ইন্সটিটিউশনের সভাপতি এ টি এম আবুল কাশেমের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনটির মহাসচিব আব্দুর রশীদ খান।  

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৭
এমইউএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ