ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

নির্বাচন প্রতিহত করার ক্ষমতা নেই বিএনপির

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৭
নির্বাচন প্রতিহত করার ক্ষমতা নেই বিএনপির বক্তব্য দিচ্ছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের/ছবি-বাংলানিউজ

রাজশাহী: আদালতে বিএনপির চেয়ারপারসন খালেদা যদি নির্বাচনে অযোগ্যও হন, তবুও নির্বাচন প্রতিহত করার ক্ষমতা বিএনপির নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

‘খালেদাকে সাজা দিয়ে নির্বাচনে অংশ নেওয়ার পথ বন্ধ করলে ভোটও হবে না’ বলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার (১৫ ফেব্রুয়ারি) হুঁশিয়ারি দেন। তার বক্তব্যের প্রতিক্রিয়া ওই মন্তব্য করেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে রাজশাহী কলেজ মাঠে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির অংশগ্রহণ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

এর আগে কলেজ মাঠে তিন দিনব্যাপী রাজশাহী বিভাগীয় ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করেন সেতুমন্ত্রী। মাঠে তিন দিনব্যাপী রাজশাহী বিভাগীয় ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করেন সেতুমন্ত্রী/ছবি-বাংলানিউজ

ওবায়দুল কাদের বলেন, বিএনপি এর আগে ২০১৪ সালের ৫ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনও প্রতিহত করতে চেয়েও পারেনি। আগামীতেও পারবে না। দেশের মানুষ আওয়ামী লীগের পক্ষে আছে। তাদের এমন হুঙ্কারে আওয়ামী লীগ ভয় পায় না। নির্বাচনের সময় এলে নির্বাচন হবেই।

তিনি বলেন, বাংলাদেশ এখন নেতা উৎপাদনের বড় কারখানায় পরিণত হয়েছে। এজন্য সব সেক্টরে কর্মীর সংখ্যা কমেছে, নেতার দাপট বাড়ছে। পাতি নেতা, সিকি নেতা, হরেক রকমের নেতা। বিলবোর্ডে তাদের ছবি দেখি। সামনে দেখলে চিনতে পারি না। বিলবোর্ডে সবাই নায়ক হয়ে যায়! এরা নিজেদের প্রচারণায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আমাকে ব্যবহার করে। এসব নেতা থেকে সাবধান। কারণ, আওয়ামী লীগকে এখন কর্মী উৎপাদনের কারখানা হিসেবে গড়ে তুলতে হবে।

দলের নেতা-কর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, আমি বলবো কাজে-কর্মে স্মার্ট হতে হবে। ডিজিটাল বাংলাদেশের সুবিধা নিয়ে নিজেদের এগিয়ে নিতে হবে। তবে আচার ব্যবহারে ডিজিটাল হতে বলবো না। সেটা এনালগ থাকাই ভালো। ছোটদের স্নেহ, বড়দের শ্রদ্ধা, সমাজের শালীনতা বজায় রাখা, এগুলো এনালগ আচার-ব্যবহার। এখানে জিজিটাল হওয়ার কোনো প্রয়োজন নেই।

রাজশাহী বিভাগীয় ভারপ্রাপ্ত কমিশনার মুনির হোসেনের সভাপতিত্বে রাজশাহী বিভাগীয় ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও রাজশাহীর সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, অ্যাকসেস টু ইনফরমেশন প্রকল্পের জনপ্রেক্ষিত বিশেষজ্ঞ নাইমুজ্জামান মুক্তা ও রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মুহা. হবিবুর রহমান।

রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে উদ্যোগে আয়োজিত এবারের মেলায় ৬৫টি স্টল রয়েছে। ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে।

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৭
এসএস/এএটি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ