ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

ওবায়দুল কাদেরের প্রশংসা প্রধানমন্ত্রীর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৮ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৭
ওবায়দুল কাদেরের প্রশংসা প্রধানমন্ত্রীর ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশে কথা বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পাশে ওবায়দুল কাদের। ছবি: সংগৃহীত

ঢাকা: প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তার দলের ছাত্রসংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্বুদ্ধ করে বলেছেন, ছাত্রলীগ থেকেই উঠে আসবে আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্ব। তোমরাই আসবে দেশের নেতৃত্বে।

তিনি এসময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের প্রশংসা করে বলেন, ওবায়দুল কাদের ছাত্রলীগেরই সভাপতি ছিলেন। তিনি এখন আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক।

আওয়ামী লীগের নেতৃত্বে আছেন। এভাবে তোমরাও দলের এবং দেশের নেতৃত্বে আসবে।

বুধবার ‍(২৫ জানুয়ারি) দুপুরে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবনে ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন। ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এ মতবিনিময়ের আয়োজন করা হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক।  ছবি: সংগৃহীতপ্রধানমন্ত্রী তার বক্তৃতার শুরুতেই নিজের শিক্ষাজীবনে রাজনীতির স্মৃতিচারণ করেন। বলেন, আমি কখনো ছাত্রলীগের নেতা ছিলাম না, কর্মী ছিলাম, এখনও কর্মীই আছি। বেগম বদরুন্নেসা কলেজে পড়ার সময় সেখানে ছাত্রলীগের নির্বাচিত ভিপি ছিলাম। রাজনীতি করার সময় কখনো কী পদ পেলাম না পেলাম তা নিয়ে চিন্তা করিনি। আমরা দেশের জন্য জনগণের জন্য রাজনীতি করতাম।  

এসময় ভাষা আন্দোলন-স্বাধীনতা সংগ্রামসহ বাঙালির সব অর্জনে ছাত্রলীগের কৃতিত্বের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, স্বাধীনতা অনেক আত্মত্যাগ ও সংগ্রামের ফসল। ছাত্রলীগের বহু নেতাকর্মী আমাদের স্বাধীনতা সংগ্রামে প্রাণ দিয়েছে।  

ছাত্রলীগ নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  ছবি: সংগৃহীতবঙ্গবন্ধু কন্যা বলেন, যারা বাঙালির স্বাধীনতা চায়নি, তারা স্বাধীনতার পর জাতির জনককে নির্মমভাবে হত্যা করে মুক্তিযুদ্ধের চেতনা নস্যাৎ করে দেওয়ার চেষ্টা চালায়। আজ বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। তাদের সব অপচেষ্টাই ব্যর্থ হয়েছে। আমরা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি।

তিনি এসময় ছাত্রলীগের নেতাকর্মীদের বলেন, সরকারের নেতৃত্বে দেশে যে উন্নয়ন কর্মকাণ্ড চলছে, তা সারাদেশের মানুষের মধ্যে ছড়িয়ে দিতে হবে।

বাংলাদেশ সময়: ১৪০৭ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৭
এইচএ/

** সরকারের উন্নয়নের কথা সারাদেশে ছড়িয়ে দেওয়ার আহ্বান

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ