ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

ফুলবাড়িয়ায় ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৩ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৭
ফুলবাড়িয়ায় ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম

ময়মনসিংহ: ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সারোয়ার হোসেনকে (২২) কুপিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার হাজী সাদত প্লাজা সংলগ্ন গলিতে এ ঘটনা ঘটে।

উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমেদ খান বাংলানিউজকে জানান, কে বা কারা ওই গলিতে ডেকে নিয়ে অন্ধকারে তার মাথায় এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।

পরে সারোয়ারকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠিয়ে দেন।

ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিফাত খান রাজিব জানান, ‘শুনেছি, তাকে কুপিয়েছে। খোঁজ-খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে’।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৭
এমএএএম/ওএইচ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ