ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

গফরগাঁওয়ে প্রতিপক্ষের হামলায় আ’লীগ নেতা আহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২২ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৭
গফরগাঁওয়ে প্রতিপক্ষের হামলায় আ’লীগ নেতা আহত

ময়মনসিংহ: ময়মনসিংহের গফরগাঁও পৌরসভার ৩ নং ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হককে (৪০) কুপিয়েছে তার প্রতিপক্ষরা। 

শুক্রবার (১৩ জানুয়ারি) দিনগত রাত সাড়ে ৯টার দিকে তাকে আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হয়।  

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চান মিয়া জানান, রাত সোয়া ৭টার দিকে স্থানীয় মধ্যবাজার এলাকায় আজিজুলকে পায়ে ও বুকে কুপিয়ে আহত করে প্রতিপক্ষের লোকজন।

 

তিনি জানান, একটি হত্যা মামলার বাদী ছিলেন আজিজুল। ওই মামলার আসামিরাই তাকে কুপিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।  

বাংলাদেশ সময়: ০৪২০ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৭ 
এমএএএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ