ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

আওয়ামী লীগ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ময়মনসিংহ মহানগর যুবলীগের শ্রদ্ধা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৪ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৭
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ময়মনসিংহ মহানগর যুবলীগের শ্রদ্ধা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছে ময়মনসিংহ মহানগর যুবলীগ

ময়মনসিংহ: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছে ময়মনসিংহ মহানগর যুবলীগের নবগঠিত আহ্বায়ক কমিটির নেতারা।

মঙ্গলবার (১০ জানুয়ারি) বিকেলে মহানগর যুবলীগের আহ্বায়ক মোহাম্মদ শাহীনুর রহমানের নেতৃত্বে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- মহানগর যুবলীগের দুই যুগ্ম-আহবায়ক রাসেল পাঠান ও রাসেল আব্দুল্লাহ, সদস্য আব্দুল্লাহ আল মামুন, একরামুল ইসলাম, মো. গোলাম মোস্তফা কামাল শামীম, সুমন হোসেন, মো.সলিমুল্লাহ রসুল, রাসেল আহাম্মেদ, মো. হাসিফ, আমিমুল ইসলাম বরাত, মনিরুজ্জামান, মো. আল আমিন, আজিজ বিন সোহাগ, ইয়াসির আরাফাত, ইফফাত হোসেন রিজন, মো. রাজীব খান, আশরাফুজ্জামান মিলন, রেজোয়ান সরকার রিফাত, আজাদ শেখ, শাহ আলমগীর, জিয়াউল হক জিয়া প্রমুখ।

শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে মহানগর যুবলীগের আহ্বায়ক মোহাম্মদ শাহীনুর রহমান বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন।

পরে মহানগর যুবলীগের আহ্বায়ক শাহীনুর রহমান বাংলানিউজকে বলেন,যুবজাগরণের মহানায়ক যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরীর দক্ষ ও বলিষ্ঠ নেতৃত্বে স্বাধীনতা বিরোধী অপশক্তিদের রাজপথেই দাঁতভাঙা জবাব দেওয়া হবে।

এর আগে ০৯ জানুয়ারি (সোমবার) ময়মনসিংহ মহানগর যুবলীগের ২২ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদ।

বাংলাদেশ সময় ১৭২৩ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৭
এমএএএম/জিপি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ