ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

আওয়ামী লীগ

নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত কাদের

শেখ জাহিদুজ্জামান, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৯ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৬
 নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত কাদের ছবি: শাকিল-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার (২৩ অক্টোবর) সন্ধ্যায় প্রধানমন্ত্রী  শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে এলে দলের নেতাকর্মীরা নব নির্বাচিত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে এ ফুলেল শুভেচ্ছা দেন।

এ সময় ওবায়দুল কাদেরকে ফুরফুরে মেজাজে দেখা গেছে। তিনিও নেতাকর্মীদের উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা জানান।

নেতাকর্মীরা স্লোগান দিতে থাকেন, ‘ওবায়দুল কাদের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। আমরা আছি তোমার সাথে…জয় হবে নিশ্চয়’।

আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের দ্বিতীয় দিনের কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে শেখ হাসিনা ফের সভাপতি ও ওবায়দুল কাদের নতুন সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৬
এসজে/আরআইএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ