ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

‘আ.লীগ ও সিপিসি বৈষম্য দূর করার নীতিতে কাজ করছে’

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৩ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৬
‘আ.লীগ ও সিপিসি বৈষম্য দূর করার নীতিতে কাজ করছে’

ঢাকা: আওয়ামী লীগ ও চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি) বৈষম্য দূর করার নীতির জায়গা থেকে কাজ করছে বলে মন্তব্য করেছেন চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের ভাইস মিনিস্টার ঝেং জিয়াসং। এ জায়গা থেকে দুই পার্টির নীতিতে মিল আছে বলে মনে করেন তিনি।

শনিবার (২২ অক্টোবর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২০তম সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন ঝেং জিয়াসং।

তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ এবং চীনের কমিউনিস্ট পার্টি একটি নীতির জায়গায় আছে। সেটি হলো, বৈষম্য দূর করা। এ জায়গা থেকে দুই দলের মিল আছে। আওয়ামী লীগ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। আশা করি, এ সম্মেলনের মধ্য দিয়ে অর্থনৈতিক উন্নয়ন ও সমৃদ্ধির ওপর আরো গুরুত্ব দেওয়া হবে’।

আওয়ামী লীগের সম্মেলনের সফলতা কামনা করেন চীনা কমিউনিস্ট পার্টির নেতা।

বাংলাদেশ ও চীনের মধ্যে যে সর্ম্পক রয়েছে তা আরো শক্তিশালী হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৬

এসকে/এমইউএম/এএসআর

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ