ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

আওয়ামী লীগ

ইটনায় বিএনপির ৫৪ নেতাকর্মী আ.লীগে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৮ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৬
ইটনায় বিএনপির ৫৪ নেতাকর্মী আ.লীগে

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ইটনা উপজেলায় আনুষ্ঠানিকভাবে  বিএনপির ৫৪ জন নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন।

মঙ্গলবার (১১ অক্টোবর)  রাত সোয়া ৯টার  দিকে উপজেলার বেড়িবাধঁ এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ইটনা সদর ইউনিয়নেরর নয়াবাড়ি গ্রামের বাদল মিয়া ও ওমর ফারুকের নেতৃত্বে বিএনপির ৫৪ জন নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেন।

অনুষ্ঠানে কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক, ইটনা উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খলিল ফুলের মালা দিয়ে ৫৪ জন নেতাকর্মীকে বরণ করেন।

বাংলাদেশ সময়: ০২২৫ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ