ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

আওয়ামী লীগ

উগ্রবাদ নি‌শ্চিহ্ন হয়েছে বলা যাবে না

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৩ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৬
উগ্রবাদ নি‌শ্চিহ্ন হয়েছে বলা যাবে না ছ‌বি: জিএম মু‌জিবুর

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা সব ধর্মের লোকের ‌নির্ভরযোগ্য আস্থার ঠিকানা বলে মন্তব্য করেছেন সড়ক প‌রিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তি‌নি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে অশুভ শ‌ক্তির বিরু‌দ্ধে শুভশ‌ক্তির গণজাগরণ সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে।

দেশ থে‌কে উগ্রবাদী শ‌ক্তি এ‌কেবা‌রে নি‌শ্চিন্ন হ‌য়ে‌ছে একথা বলা যা‌বে না। কা‌জেই উগ্রবা‌দের বিরু‌দ্ধে আমা‌দের অ‌ভিযান অব্যাহত থাক‌বে।

‌সোমবার (১০ অ‌ক্টোবর) রা‌তে বনানী মা‌ঠের পূজামণ্ড‌প প‌রিদর্শন ও শু‌ভেচ্ছা বি‌নিময়কা‌লে একথা বলেন সেতুমন্ত্রী।

এ সময় উপ‌স্থিত ছিলেন গুলশান-বনানী সার্বজনীন পূজা উদযাপন ফাউন্ডেশনের সভাপ‌তি শুভাস চন্দ্র ঘোষ, সাধারণ সম্পাদক সুধাংশ‍ু দাস।

ওবায়দুল কাদের বলেন, মহানবমীতে আওয়ামী লীগে সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে‌ ভক্ত অনুসারীদের শুভেচ্ছা জানাচ্ছি। আমরা হিন্দু, বৈদ্ধ, খ্রিস্টান সব ধ‌র্মের লো‌কের ঐক্যবদ্ধ হ‌য়ে অসুভ শ‌ক্তির বিরুদ্ধে সোচ্চার হ‌বো। ত‌বে এবার সরকা‌রের নি‌র্দে‌শে আইন-শৃঙ্খলা বা‌হিনীর ক‌ঠোর অবস্থানের কারণে এখন পর্যন্ত কোনো পূজামণ্ডপে অঘটন ঘটে‌নি।

ভার‌তের ডায়নামিক প্রধানমন্ত্রী ন‌রেদ্র মোদী ও আমা‌দের সবার আস্থার প্রতীক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্র‌চেষ্টায় বহুকা‌লের অ‌বিশ্বা‌সের দেওয়াল ভে‌ঙে ঐ‌তিহা‌সিক অগ্রযাত্রার সূচনা হ‌য়ে‌ছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

বাংলা‌দেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, অ‌ক্টোবর ১০, ২০১৬
এসএম/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ