ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

কুষ্টিয়ায় আ.লীগের সংঘর্ষে আহত একজনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৪ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৬
কুষ্টিয়ায় আ.লীগের সংঘর্ষে আহত একজনের মৃত্যু

কুষ্টিয়া: কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়া ইউনিয়নের মাছপাড়া গ্রামে অধিপাত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে আহত আরো একজনের মৃত্যু হয়েছে।

রোববার (০৯ অক্টোবর) সকাল ১০টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আকাম উদ্দিনের (৬৫)।

এ নিয়ে ওই সংঘর্ষের তিনজনের মৃত্যু হলো।

ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, গত ২৪ সেপ্টেম্বর মাছপাড়া গ্রামে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ ও গুলিবিনিময় হয়। এতে  ইমান আলী ও শাহাবুদ্দিন নামে দুইজন নিহত হন। সংঘর্ষে গুলিবিদ্ধসহ অন্তত ১৯ জন আহত হন।

এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় আকাম উদ্দিনকে ওইদিন রাতেই রামেক হাসপাতালে পাঠানো হয়। রোববার সকালে তার মৃত্যু হয়।

ওসি আরো জানান, আকাম উদ্দিনের মরদেহ রামেক  হাসপাতালে রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ