ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

নার্গিসকে কুপিয়ে জখম: শাবিপ্রবি ছাত্রলীগ ব্যথিত, দুঃখিত, লজ্জিত

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৬
নার্গিসকে কুপিয়ে জখম: শাবিপ্রবি ছাত্রলীগ ব্যথিত, দুঃখিত, লজ্জিত

সিলেট, শাবিপ্রবি: সিলেট এমসি কলেজ ক্যাম্পাসে ঢুকে ছাত্রী নার্গিসকে কোপানোর ঘটনায় ছাত্রলীগকে জড়িয়ে বিভ্রান্তিমূলক সংবাদ প্রকাশের ‘প্রতিবাদে’ জরুরি সংবাদ সম্মেলন করেছে শাখা ছাত্রলীগ।

বুধবার (০৫ অক্টোবর) দুপুর ২টার দিকে শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ছাত্রলীগের সিনিয়র সহ-সম্পাদক বদরুল আলমের জড়িত হওয়া এবং এ বিষয়ে সংগঠনের অবস্থান তুলে ধরা হয়।

এতে বলা হয়, নার্গিসকে কোপানোর ঘটনায় শাবিপ্রবি ছাত্রলীগ ব্যথিত, দুঃখিত এবং লজ্জিত।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থ এবং সাধারণ সম্পাদক ইমরান খানসহ সিনিয়র নেতাকর্মীরা।

লিখিত বক্তব্যে সঞ্জীবন চক্রবর্তী পার্থ বলেন, এমসি ক্যাম্পাসে ৩ অক্টোবরের ঘটনায় শাবিপ্রবি ছাত্রলীগ ব্যথিত, দুঃখিত এবং লজ্জিত।

নেতারা দাবি করেন, হামলাকারী বদরুল চাকরিরত থাকায় তার সঙ্গে সংগঠনের কোনো সম্পর্ক নেই।

তিন বছর ধরে চাকরিতে থাকা বদরুল কীভাবে ছাত্রলীগের পদ পেলো, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সভাপতি পার্থ বলেন, সে তথ্য গোপন ছিল।

এছাড়া ২০১২ সালে স্বাধীনতাবিরোধী জামায়াত-শিবিরের ক্যাডারদের হামলায় আহত হয়ে সে কয়েক মাস হাসপাতালে ছিল বলে তারা উল্লেখ করেন।

এর আগে মঙ্গলবার (০৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থ ও সাধারণ সম্পাদক ইমরান খানের দেওয়া যৌথ বিবৃতিতেও তারা একই বক্তব্য দেন।

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ