ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

আওয়ামী লীগ

ফেনীতে আ.লীগ নেতা হত্যা, মামলা হয়নি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১০ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৬
ফেনীতে আ.লীগ নেতা হত্যা, মামলা হয়নি

ফেনী: ফেনীতে দুর্বৃত্তদের হাতে নিহত আওয়ামী লীগ নেতা ও ফেনী সদরের বালিগাঁও ইউনিয়ন পরিষদের সদস্য জয়নাল আবেদীনের দাফন সম্পন্ন হয়েছে।

বুধবার (০৭ সেপ্টেম্বর) বিকেলে নামাজে জানাজা শেষে মধুয়াই গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এদিকে, এ ঘটনায় এখন পর্যন্ত থাকায় কোনো মামলা হয়নি বলে জানা গেছে।

নিহতের ভাই আমির হোসেন জানান, তার বাবা হাফেজ আহাম্মদ অসুস্থ হয়ে পড়েছেন। তাকে বাড়িতে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি কিছুটা সুস্থ হলে ফেনী মডেল থানায় মামলা করবেন।

ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহীনুজ্জামান জানান, এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা করছে পুলিশ। পরে এ ব্যাপারে প্রেস ব্রিফিং করে জানানো হবে।

মঙ্গলবার রাত ১০টার দিকে বালিগাঁও ইউনিয়নের মধুয়াই গ্রামে জয়নাল আবেদীনকে গুলি করে ও কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ