ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

সোনাগাজীতে ছাত্রলীগ কর্মী খুনের ঘটনায় মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৮ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৬
সোনাগাজীতে ছাত্রলীগ কর্মী খুনের ঘটনায় মামলা

ফেনী: ফেনীর সোনাগাজী উপজেলায় ছিনতাইয়ের ঘটনার জের ধরে আওয়ামী লীগের দু‍ই গ্রুপের সংঘর্ষে ছাত্রলীগ কর্মী কামরুল হোসেন রকি (১৬) নিহতের ঘটনায় মামলা হয়েছে।

মঙ্গলবার (২৬ এপ্রিল) দুপুরে সোনাগাজী মডেল থানায় নিহতের বাবা নুর নবী বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতপরিচয় ১০/১২ জনকে আসামি করে এ মামলা করেন।

রোববার (২৪ এপ্রিল) রাতে উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের সুলাখালী বাজারে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের সময় ছাত্রলীগ কর্মী কামরুল হোসেন রকিকে পিটিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন।

পরদিন ভোরে পুলিশ তুলাতলী গ্রামের মো. হানিফের ছেলে যুবলীগ কর্মী মোহাম্মদ ইব্রাহীম ওরফে সাদা ইব্রাহীম, সুলাখালী গ্রামের মুক্তিযোদ্ধা ও সাবেক ইউপি সদস্য সাহাব উদ্দিনের  ছেলে সৌদি প্রবাসী সাইফ উদ্দিন রুবেল এবং আহছান উল্যাহর ছেলে শরীয়ত উল্যাহ রাসেলকে আটক করে।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ