ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

গোবিন্দগঞ্জে নৌকা প্রতীকের দাবিতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০২ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৬
গোবিন্দগঞ্জে নৌকা প্রতীকের দাবিতে মানববন্ধন

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নৌকা প্রতীকের দাবিতে মানববন্ধন ও মিছিল করেছেন ইউনিয়ন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রিফাত তারিখের কর্মী-সমর্থকরা।

শনিবার (১৬ এপ্রিল) বেলা ১১টার দিকে স্থানীয় বানেশ্বর বাজারে মানববন্ধন ও মিছিল করেন তারা।

পরে তারা পানিতলা-রাজাহার সড়ক ঘণ্টাব্যাপী অবরোধ করে রাখে। এতে চরম বিড়ম্বনায় পড়েন পথচারী ও যানবাহনের যাত্রীরা।

মানববন্ধনে বক্তারা আসন্ন ষষ্ঠ দফায় (৪ জুন) অনুষ্ঠিতব্য নির্বাচনে রিফাত তারিখকে রাজাহার ইউনিয়ন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার দাবি করেন।  

এতে বক্তব্য রাখেন, লিপটন, মহিলা আওয়ামী লীগ নেত্রী উম্মে সালামা, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান ঠান্ডা ও যুবলীগ নেতা সাইদুর রহমান প্রমুখ।

এ বিষয়ে গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আবুল কালাম আজাদ বাংলানিউজকে বলেন, ইউনিয়নের দলীয় প্রতীক প্রত্যাশীদের নামের তালিকা কেন্দ্রে পাঠানোর প্রক্রিয়া চলছে। কেন্দ্রীয় নেতারা যাচাই-বাছাই শেষে দলীয় প্রার্থী চূড়ান্ত করবেন।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৬
জিসিপি/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ