ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

সুস্থতালাভে দেশবাসীর প্রতি সম্রাটের কৃতজ্ঞতা প্রকাশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪২ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৬
সুস্থতালাভে দেশবাসীর প্রতি সম্রাটের কৃতজ্ঞতা প্রকাশ

ঢাকা: সুস্থ হয়ে দেশে ফিরে এসেছেন ঢাকা মহানগর যুবলীগের (দক্ষিণ) সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট। আর এ কারণেই তিনি রাষ্ট্রনায়ক শেখ হাসিনাসহ দেশের সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।



বুধবার (২৩ মার্চ) সন্ধ্যায় ঢাকা মহানগর যুবলীগের (দক্ষিণ) দফতর সম্পাদক এমদাদুল হক এমদাদের সই করা সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ কৃতজ্ঞতা জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইসমাইল চৌধুরী সম্রাট চলতি বছরের ২৯ ফ্রেরুয়ারি ফেনী জেলা যুবলীগ কাউন্সিল সফল করার লক্ষ্যে ফেনীতে যান। ওই দিন রাত আড়াইটায় হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে ফেনী হার্ড ফাউন্ডেশনে ভর্তি করা হয় তাকে।  

এরপর, ০১ মার্চ সকাল ৯টায় ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়। উন্নত চিকিৎসার জন্য ০২ মার্চ রাতে তাকে সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্থানান্তর করা হয়।   

চিকিৎসা শেষে ২২ মার্চ সন্ধ্যা ৬টায় দেশে ফিরে এলে বিমানবন্দরে নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

সুস্থ্যতা লাভের পর ইসমাইল চৌধুরী জানান, আল্লাহর অশেষ রহমত ও রাষ্ট্রনায়ক শেখ হাসিনার দোয়ায় ফিরে এসেছি আপনাদের মাঝে।

বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৬
এসজেএ/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ