ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

এভিয়াট্যুর

অভ্যন্তরীণ রুটে ২১ ফ্লাইট, হঠাৎ সিদ্ধান্তে যাত্রী কম

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৬ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২১
অভ্যন্তরীণ রুটে ২১ ফ্লাইট,  হঠাৎ সিদ্ধান্তে যাত্রী কম

ঢাকা: কঠোর লকডাউনে হঠাৎ করে দেশের অভ্যন্তরীণ রুটে প্লেন চলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে কক্সবাজার বাদে দেশের বিভিন্ন রুটে বুধবার (২১ এপ্রিল) মোট ২১টি ফ্লাইট পরিচালনা করা হয়।

 

হঠাৎ সিদ্ধান্তের কথা অনেক যাত্রী না জানায় প্রথম দিন অভ্যন্তরীণ রুটে যাত্রী সংখ্যা কম ছিল। কক্সবাজার ছাড়া দেশের ছয়টি রুটে বেসরকারি এয়ারলাইনসগুলো ফ্লাইট পরিচালনা করেছে। রাষ্ট্রীয় মালিকানাধীন বিমান বাংলাদেশ এয়ারলাইনস বৃহস্পতিবার (২২ এপ্রিল) থেকে ফ্লাইট পরিচালনা করবে।

বুধবার (২১ এপ্রিল) সকাল থেকে বেসরকারি দুটি অভ্যন্তরীণ রুটে তাদের ফ্লাইট পরিচালনা করেছে।

বেসরকারি এয়ারলাইনসের কর্মকর্তারা জানিয়েছেন, হঠাৎ সিদ্ধান্ত নেওয়ার কারণে সকালের দিকে ফ্লাইটগুলোতে যাত্রীর সংখ্যা ছিল না বললেই চলে। তবে বিকেলের ফ্লাইটগুলোতে যাত্রীর সংখ্যা তুলনামূলক বেড়েছে। আশা করছি বৃহস্পতিবার (২২ এপ্রিল) থেকে অভ্যন্তরীণ রুটের যাত্রী বাড়বে।

বাংলাদেশ সময়: ০০৩৬ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২১
এমআইএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।