ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

এভিয়াট্যুর

লকডাউনে বন্ধ থাকবে অভ্যন্তরীণ ফ্লাইট

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৯ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২১
লকডাউনে বন্ধ থাকবে অভ্যন্তরীণ ফ্লাইট

ঢাকা: করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সোমবার থেকে সারাদেশে এক সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করেছে সরকার। লকডাউন চলাকালে সারাদেশে সব ধরনের গণপরিবহন (সড়ক, নৌ ও রেল) চলাচল বন্ধ থাকবে।

অভ্যন্তরীণ সব রুটের ফ্লাইট চলাচলও বন্ধ ঘোষণা করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

শনিবার (৩ এপ্রিল) লকডাউনে অভ্যন্তরীণ সব রুটের ফ্লাইট বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা তানভীর আহমেদ।

তিনি বলেন, লকডাউনে অন্যান্য পরিবহনের মতো অভ্যন্তরীণ ফ্লাইটও বন্ধ থাকবে পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত।

বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০২১
এমআইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।