ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

এভিয়াট্যুর

ফ্রি টিকিট পাবেন চট্টগ্রাম-সিলেট রুটে উদ্বোধনী ফ্লাইটের ২ যাত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৫ ঘণ্টা, মার্চ ১৫, ২০২১
ফ্রি টিকিট পাবেন চট্টগ্রাম-সিলেট রুটে উদ্বোধনী ফ্লাইটের ২ যাত্রী ...

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বুধবার (১৭ মার্চ) থেকে চালু হতে যাওয়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চট্টগ্রাম-সিলেট-চট্রগ্রাম রুটের উদ্বোধনী ফ্লাইটে ভ্রমণ করলেই দু’জন যাত্রী পাবেন ফ্রি টিকিট। লটারির মাধ্যমে এই দুজনকে বেছে নেবে বিমান।

 

সোমবার (১৫ মার্চ) বিমানের পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

এতে বলা হয়, ১৭ মার্চ চট্টগ্রাম থেকে সিলেটগামী (বিজি ১৭৩) ফ্লাইটের যাত্রীরা একটি র‍্যাফেল ড্র এবং সিলেট থেকে চট্টগ্রামগামী (বিজি ১৭৪) ফ্লাইটের যাত্রীরা একটি র‍্যাফেল ড্র-তে অংশ নেওয়ার সুযোগ পাবেন। র‍্যাফেল ড্র-তে অংশ নেওয়া যাত্রীদের মধ্য থেকে চট্টগ্রাম থেকে সিলেটগামী ফ্লাইটের একজন এবং সিলেট থেকে চট্টগ্রামগামী ফ্লাইটের একজন বিজয়ীকে বিমানের অভ্যন্তরীণ যেকোনো একটি রুটের একটি ফ্রি রিটার্ন টিকেট দেওয়া হবে।  

চট্টগ্রাম-সিলেট-চট্টগ্রাম রুটের টিকিট বিমানের মোবাইল অ্যাপস, ওয়েবসাইট, ট্রাভেল এজেন্ট, ট্যুর অপারেটর, বিমান কল সেন্টার ও সেলস কাউন্টার থেকে কেনা যাবে।  

বাংলাদেশ সময়: ২৩২৫ ঘণ্টা, মার্চ ১৫, ২০২১
টিএম/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।