ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

এভিয়াট্যুর

ঢাকা ছাড়লেন ৭ থাই নাগরিক 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০২০
ঢাকা ছাড়লেন ৭ থাই নাগরিক  ..

ঢাকা: বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ছাড়লেন থাইল্যান্ডের সাত নাগরিক। বুধবার (২ সেপ্টেম্বর) রাতে বিমানের কার্গো ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন।

করোনা ভাইরাস মহামারির কারণে দু’দেশের মধ্যে ফ্লাইট চলাচল বন্ধ থাকায় বিশেষ ফ্লাইট ও কার্গো ফ্লাইটেই মাঝে মধ্যে দেশে যান ঢাকায় অবস্থানরত দেশটির নাগরিকরা।  

সূত্র জানিয়েছে, বুধবার রাতেই থাইল্যান্ডের ওই সাত নাগরিক দেশটির সুবর্ণ ভূমি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।  

করোনা মহামারির কারণে গত ২৪ মার্চ থেকে থাইল্যান্ডের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক ফ্লাইট বন্ধ রয়েছে।  

বাংলাদেশ সময়: ১১১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০২০
টিএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।