ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

এভিয়াট্যুর

দুবাইয়ে বিমানের ২ ফ্লাইট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৭ ঘণ্টা, জুলাই ৭, ২০২০
দুবাইয়ে বিমানের ২ ফ্লাইট

ঢাকা: ঢাকা-দুবাই রুটে ৯ ও ১১ জুলাই দুটি ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। 

সোমবার (৬ জুলাই) রাতে বিমানের সার্ভারে এ তথ্য জানা যায়। তবে ফ্লাইট দুটি শিডিউল নাকি বিশেষ তা পরিস্কার করেনি বিমান কর্তৃপক্ষ।

 

সম্প্রতি বিমান ঘোষণা দেয়, তারা ৭ জুলাই থেকে দুবাই রুটে নিয়মিত শিডিউল ফ্লাইট পরিচালনা করবে। কিন্তু হঠাৎ করে সেই সিদ্ধান্ত থেকে সরে এসে রোববার (৫ জুলাই) ঘোষণা দেয়, অনিবার্য কারণবশত দুবাই রুটে ফ্লাইট স্থগিত করা হলো। কিন্তু বিক্রি হওয়া টিকিট ক্রয়কারী যাত্রীদের বিশেষ ব্যবস্থায় দুবাই নিয়ে যাওয়া হবে। তাই ৯ ও ১১ জুলাই ফ্লাইট দুটি বিশেষ কী না, তা খোলাসা করেনি বিমান।  

বাংলাদেশ সময়: ০১০৫ ঘণ্টা, জুলাই ০৭, ২০২০
টিএম/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।