ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

এভিয়াট্যুর

ইতালির রোমে বিমানের চার্টার্ড ফ্লাইট ১৩ জুলাই 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১ ঘণ্টা, জুলাই ৫, ২০২০
ইতালির রোমে বিমানের চার্টার্ড ফ্লাইট ১৩ জুলাই 

ঢাকা: ইতালিয়ান রেসিডেন্ট কার্ডধারী ও নাগরিকদের জন্য আগামী ১৩ জুলাই রোমে আরেকটি চার্টার্ড ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

রোববার (৫ জুলাই) বিমানের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকার ইতালিয়ান দূতাবাসের সহযোগিতায় আগামী ১৩ জুলাই ঢাকা থেকে ইতালির রোমে আরেকটি চার্টার্ড ফ্লাইট পরিচালনা করা হবে।

বিজি ৪১৫৫/১৩ ফ্লাইটটি ওইদিন বাংলাদেশ সময় সকাল ৬টায় ঢাকা থেকে ছেড়ে যাবে। আগ্রহী যাত্রীরা ৮ জুলাই পর্যন্ত বিমানের সব সেলস অফিস থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন। ইকোনমি শ্রেণির আসনের টিকিট মূল্য ৯২ হাজার ৩০ টাকা এবং বিজনেস শ্রেণির টিকিট মূল্য ১ লাখ ১৯ হাজার ৯৮২ টাকা।

টিকিট ও ভ্রমণ সংক্রান্ত যাবতীয় তথ্য বিমানের ওয়েবসাইট www.biman-airlines.com এ পাওয়া যাবে।  

ইতালির রোমে সোমবার (৬ জুলাই) আরেকটি চার্টার্ড ফ্লাইট পরিচালনা করবে বিমান। রোমে সবশেষ গত বৃহস্পতিবার (২ জুলাই) ২৭৬ জন যাত্রী নিয়ে চার্টার্ড ফ্লাইট পরিচালনা করে সংস্থাটি।

বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, জুলাই ০৫, ২০২০
টিএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।