ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

এভিয়াট্যুর

ঢাকায় ৭ জুলাই থেকে ফ্লাইট চালাবে মালিন্দ এয়ার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৩ ঘণ্টা, জুলাই ৫, ২০২০
ঢাকায় ৭ জুলাই থেকে ফ্লাইট চালাবে মালিন্দ এয়ার মালিন্দ এয়ার

ঢাকা: করোনা পরিস্থিতিতে প্রায় সাড়ে তিন মাস বন্ধ থাকার পর আগামী ৭ জুলাই (মঙ্গলবার) ঢাকায় ফের ফ্লাইট পরিচালনা শুরু করবে মালয়েশিয়াভিত্তিক এয়ারলাইন্স মালিন্দ এয়ার।

রোববার (৫ জুলাই) ফ্লাইট পরিচালনার কথা জানিয়েছে সংস্থাটি।

জানা গেছে, ঢাকায় সপ্তাহে দুইটি ফ্লাইট পরিচালনা করবে মালিন্দ এয়ার।

তবে মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি শ্রমিক ও পর্যটকরা এই মুহূর্তে দেশটিতে যেতে পারবেন না। শুধু মালয়েশিয়ান নাগরিক, মালয়েশিয়ান নারীকে বিয়ে করে যারা স্থায়ী হয়েছেন তারা ও যারা মালয়েশিয়ায় সেকেন্ড হোম বানিয়েছেন, তারা যাতায়াত করতে পারবেন। এছাড়াও ট্রানজিট যাত্রীরা যেতে পারবেন।

বাংলাদেশ সময়: ১৪০৮ ঘণ্টা, জুলাই ০৫, ২০২০
টিএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।