ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

এভিয়াট্যুর

৩ আন্তর্জাতিক রুটে চলবে বিমান

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৩ ঘণ্টা, জুলাই ৪, ২০২০
৩ আন্তর্জাতিক রুটে চলবে বিমান

ঢাকা: করোনা ভাইরাসকালে লন্ডন, দুবাই ও আবুধাবি এ তিন আন্তর্জাতিক রুটে চলবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। শনিবার (৪ জুলাই) বিমানের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, লন্ডন, দুবাই ও আবুধাবি ছাড়া সব আন্তর্জাতিক রুটে ফ্লাইট চলাচল বন্ধ থাকবে। এর মধ্যে ম্যানচেস্টার রুটে ১৫ জুলাই, সিঙ্গাপুর ও কুয়ালালামপুরে ৩১ আগস্ট ও বাকি সব আন্তর্জাতিক রুটে ৩০ জুলাই পর্যন্ত বিমানের সব ফ্লাইট স্থগিত থাকবে।

এর মধ্যে গত ২১ জুন থেকে লন্ডনে সপ্তাহে একটি ফ্লাইট চলাচল শুরু করেছে বিমান। দুবাইয়ে ৬ জুলাই ও আবুধাবিতে ৭ জুলাই থেকে সপ্তাহে চারটি ফ্লাইট শুরু করবে রাষ্ট্রায়ত্ত এ উড়োজাহাজ সংস্থা।  

বাংলাদেশ সময়: ১২২২ ঘণ্টা, জুলাই ০৪, ২০২০
টিএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।