ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

এভিয়াট্যুর

প্লেন চলাচলে নিষেধাজ্ঞা বাড়ালো বেবিচক   

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৪ ঘণ্টা, মার্চ ২৮, ২০২০
প্লেন চলাচলে নিষেধাজ্ঞা বাড়ালো বেবিচক   

ঢাকা: বাংলাদেশে প্লেন চলাচলে নিষেধাজ্ঞা ৭ এপ্রিল পর্যন্ত বাড়িয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) । 

শনিবার (২৮ মার্চ) পাঠানো সংস্থাটির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।  

এতে বলা হয়, বাংলাদেশে আন্তর্জাতিক ফ্লাইটে যাত্রী পরিবহনের (সিডিউল পেসেঞ্জার ফ্লাইট) ক্ষেত্রে প্লেন চলাচলে নিষেধাজ্ঞা ৩১ মার্চ এর স্থলে আগামী ৭ এপ্রিল বর্ধিত করা হলো।

একই সঙ্গে অভ্যন্তরীণ যাত্রী পরিবহনের ক্ষেত্রে প্লেন চলাচল নিষেধাজ্ঞাও আগামী ৭ এপ্রিল পর্যন্ত বর্ধিত করা হয়েছে বলেও ওই প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

তবে এতে এও জানানো হয়েছে, স্পেশাল কার্গো ফ্লাইট ও কার্গো ফ্লাইট যথারীতি চলবে।  

বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, মার্চ ২৮, ২০২০
টিএম/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।