ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

এভিয়াট্যুর

সিঙ্গাপুর রুটেও বন্ধ হলো বিমানের ফ্লাইট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪১ ঘণ্টা, মার্চ ১৯, ২০২০
সিঙ্গাপুর রুটেও বন্ধ হলো বিমানের ফ্লাইট

ঢাকা: করোনা ভাইরাসের পরিস্থিতি মোকাবিলায় এবার সিঙ্গাপুর রুটেও ফ্লাইট বন্ধ করলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামী ২১ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত ঢাকা-সিঙ্গাপুর রুটে ফ্লাইট পরিচালনা বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) রাতে বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোকাব্বির হোসেন।

তিনি বলেন, করোনা ভাইরাস সংক্রমণে বৈশ্বিক পরিস্থিতিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিভিন্ন রুটে ফ্লাইট বাতিল করছে।

সিঙ্গাপুর রুটেও ২১ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত ফ্লাইট পরিচালনা বন্ধ থাকবে।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, মার্চ ১৯, ২০২০
টিএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।