ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

এভিয়াট্যুর

দেশের মাটিতে ‘সোনার তরী’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫০ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৯
দেশের মাটিতে ‘সোনার তরী’

ঢাকা: দেশের মাটিতে নামলো জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৭৮৯ সিরিজের নতুন ড্রিমলাইনার সোনার তরী।

শনিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে প্লেনটি।

বিষয়টি নিশ্চিত করে বিমানের ব্যবস্থাপক (জনসংযোগ) তাসনিম আকতার বলেন, বিমানবন্দরে নতুন ড্রিমলাইনারকে স্বাগত জানান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

 

এর আগে শুক্রবার (২০ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায় সিয়াটলের বোয়িং এভারেট ডেলিভারি সেন্টার থেকে সোনার তরী ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেয়। প্রায় ১৩ হাজার কিলোমিটারেরও বেশি পথ পাড়ি দিয়ে টানা ১৫ ঘণ্টা উড়ে ঢাকায় পৌঁছালো সোনার তরী।

বিমানের বহরে বর্তমানে উড়োজাহাজ রয়েছে ১৬টি। এর মধ্যে নিজস্ব উড়োজাহাজের সংখ্যা ১০। বাকি ৬টি লিজে আনা। নিজস্ব ১০টি উড়োজাহাজের সবই বোয়িং কোম্পানি থেকে কেনা। এর মধ্যে ৪টি ড্রিমলাইনার ৭৮৭-৮, ৪টি ৭৭৭-৩০০ ইআর ও ২টি ৭৩৭-৮০০। নতুন দুটি ৭৮৭-৯ উড়োজাহাজ নিয়ে বিমানের উড়োজাহাজ হবে ১৮টি। আগামী বছর কানাডা থেকে কেনা ৩টি ড্যাশ-৮ দেশে আসছে।  

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৯
টিএম/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।