ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

এভিয়াট্যুর

দায়িত্ব নিলো এভিয়েশন অপারেটরস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি

এভিয়াট্যুর ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৯
দায়িত্ব নিলো এভিয়েশন অপারেটরস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি এভিয়েশন অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এওএবি) নতুন কমিটি

ঢাকা: এভিয়েশন খাত সংশ্লিষ্টদের সংগঠন এভিয়েশন অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এওএবি) নতুন কমিটি দায়িত্ব নিয়েছে। 

স্কয়ার এয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী প্রেসিডেন্ট ও নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান জেনারেল সেক্রেটারি হিসেবে দায়িত্ব নিয়েছেন।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর মাছরাঙা টেলিভিশনের প্রধান কার্যালয়ে নতুন কমিটি দায়িত্ব নেয়।

কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন রিজেন্ট এয়ারওয়েজের চেয়ারম্যান ইয়াসিন আলী ও ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল মামুন।  

কোষাধ্যক্ষ হিসেবে ইমপ্রেস এভিয়েশনের জেড মাহমুদ মামুন, সাংগঠনিক সম্পাদক বাংলা ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের রাকিবুল কবির, প্রকাশনা সম্পাদক স্কাই ক্যাপিটাল এয়ারলাইন্সের মোহাম্মদ আরিফুর রহমান, যুগ্ম সম্পাদক হিসেবে বিআরবি এয়ারলাইন্সের মোহাম্মদ পারভেজ রহমান নির্বাচিত হয়েছেন।  

এছাড়া সদস্য নির্বাচিত হয়েছেন মেঘনা এভিয়েশনের মোস্তফা কামাল, গ্যালাক্সি ফ্লাইং একাডেমির মোহাম্মদ ইউনুছ, ব্লু ফ্লাইং একাডেমির আব্দুল্লাহ আল জহির স্বপন, পারটেক্স এভিয়েশনের রুবেল আজিজ ও জিএমজি এয়ারলাইন্সের আশীষ রায় চৌধুরী।  

দেশের এভিয়েশন খাতের উন্নয়নের লক্ষ্যে ২০১২ সালের ২৫ ফেব্রুয়ারি এভিয়েশন অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-এওএবি গঠন করা হয়।

বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৯
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।