ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

এভিয়াট্যুর

ব্যাংককের ২ টিকিটে ২ রাত হোটেল ফ্রি ইউএস-বাংলায় 

এভিয়াট্যুর ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪০ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৯
ব্যাংককের ২ টিকিটে ২ রাত হোটেল ফ্রি ইউএস-বাংলায়  ইউএস-বাংলার টিকিট কিনলেই হোটেল ফ্রি

ঢাকা: সমুদ্রসৈকত আর ছোট ছোট মনোরম দ্বীপের দেশ থাইল্যান্ড ভ্রমণে ইউএস-বাংলা এয়ারলাইন্স দিচ্ছে লোভনীয় অফার।

ব্যাংককের দু’টি টিকিট কিনলেই পাবেন দুই রাত দুই দিন হোটেলে থাকা একদম ফ্রি। ঢাকা-ব্যাংকক-ঢাকা টিকিটের জন্য এই অফার প্রযোজ্য।

টিকিটের মূল্য ২০ হাজার ৫শ টাকা জনপ্রতি।  

এই অফারে ব্যাংক যেতে পারবেন ৫ ফেব্রুয়ারি থেকে। আর টুইন/ডাবল শেয়ারে দুই রাত থাকা যাবে রাজধানী ব্যাংকক অথবা পর্যটনের সবচেয়ে বড় আকর্ষণ পাতায়ায়। কোথায় থাকতে চান সেটা নির্ভর করবে আপনার উপর।

কিছুদিন বন্ধ থাকলেও আগামী ৫ ফেব্রুয়ারি থেকে ফের চালু হচ্ছে ইউএস-বাংলার ব্যাংকক ফ্লাইট। ঢাকা থেকে প্রতি রবি, মঙ্গল, বৃহস্পতি ও শুক্রবার সকাল ১০টা ২০ মিনিটে ছেড়ে যাবে। ব্যাংকক থেকে ঢাকা আসবে প্রতি প্রতি রবি, মঙ্গল, বৃহস্পতি ও শুক্রবার দুপুর ২টা ৪০ মিনিটে।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৯
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।